রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

| ৩১ ভাদ্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

পদত্যাগ করলেন মাউশি মহাপরিচালক নেহাল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৮, ২১ আগস্ট ২০২৪

পদত্যাগ করলেন মাউশি মহাপরিচালক নেহাল আহমেদ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদ পদত্যাগ করেছেন। আজ বুধবার (২১ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

নেহাল আহমেদ প্রায় দুই বছর নিয়মিত ডিজি থাকার পর গত ১৩ এপ্রিল তাঁর চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হলে আরও এক বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

তিনি ইংরেজি সাহিত্যের শিক্ষক ছিলেন। ২০২০ সালের ২৪ নভেম্বর পর্যন্ত ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলেন।