শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

| ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ইবির সাদ্দাম হলে প্রভোস্টের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়

‘হলের ওয়াশরুম প্রভোস্টের ব্যবহার উপযোগী মনে হলে আপত্তি থাকবে না’

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩০, ২৬ অক্টোবর ২০২৪

‘হলের ওয়াশরুম প্রভোস্টের ব্যবহার উপযোগী মনে হলে আপত্তি থাকবে না’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার (২৬ অক্টোবর) হলের টিভি রুমে এই সভা হয়। এসময় শিক্ষার্থীরা হল সংস্কারে প্রভোস্টকে বিভিন্ন সংস্কার প্রস্তাবনা দেন। প্রভোস্ট সেসব প্রস্তাবনা বাস্তবায়ন ও সমস্যা সমাধানের আশ্বাস দেন। এছাড়াও হলে গণরুম বলে কিছু থাকবে না বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের দাবির মধ্যে ডায়নিংয়ে খাবার মান বৃদ্ধি, প্লেট-গ্লাস-জগ পরিবর্তন, শৌচাগার ও গোসলখানা নিয়মিত পরিষ্কার করা, পানির ট্যাংকি পরিষ্কার করা, সুপেয় পানির ব্যবস্থা, সিসিটিভি বৃদ্ধি ও সচল করা, হলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নামাজের কক্ষ, পড়াশোনা ও খেলার কক্ষ পরিবর্তন, মেধার ভিত্তিতে সিট বন্টন, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, ওয়াইফাই সমস্যা, বৈদ্যুতিক সমস্যা অন্যতম। এছাড়াও শিক্ষার্থীদের দাবি প্রভোস্ট লিখে নেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন।

হলের আবাসিক শিক্ষার্থী লিমন বলেন, আমাদের হল বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমরা চাই প্রভোস্ট হিসেবে আপনি হল ভালোভাবে পরিদর্শন করে দেখবেন। দেখলেই সব সমস্যা বোঝা যাবে। একদিন আমাদের সঙ্গে ডায়নিংয়ে খাবেন। রুমে যাবেন। ওয়াশরুমগুলো ঘুরে দেখবেন। আপনার কাছে যদি ব্যবহার উপযোগী মনে হয় আমাদের আর কোনো আপত্তি থাকবে না। হলে কোনো সমস্যার কথা হল অফিসে জানালে অফিস গুরুত্ব দেয় না। লিখিত দিতে বলে। লিখিত অভিযোগ দিয়েও কোনো কার্যকরী পদক্ষেপ দেখিনাই।

হল প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, হলে সপ্তাহে অন্তত একদিন ওয়াশরুম পরিষ্কার করা হবে। প্রত্যেক ফ্লোরে পর্যাপ্ত ডাস্টবিন ও ওয়াইফাই রাউটার দেওয়া হবে। তিনি বলেন, হলের ডায়নিংয়ে খাবারের মান বাড়বে। প্রয়োজনে আমি তিনহলের বাটি নিয়ে বসবো। মান যাচাই করবো। এ সপ্তাহের মধ্যে ডায়নিংয়ে প্লেট, বাটি, জগ ও গ্লাস দিয়ে দিব। আমার বাচ্চার জন্য যেটা পছন্দ করবো, তোমাদের জন্যও তাই পছন্দ করবো। আর তোমাদের সব দাবির নিয়ে ভিসির সাথে বসবো। যেসব প্রস্তাবনা এসেছে আমরা সবগুলোর ব্যবস্থা নেব। এছাড়া হলের জন্য যেটা ভালো সেটাই আমি করবো। কারণ হলের যে টাকা থাকে এটা তোমাদেরই টাকা। আর হলে গণরুম বলে কোনো রুম থাকবে না।

এআই