রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

| ৩১ ভাদ্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি অপসারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৫, ২০ আগস্ট ২০২৪

বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি অপসারণ

দেশের সব বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি অপসারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের নতুন দায়িত্ব পেয়েছেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, ইউএনওরা। ২০ আগস্ট, মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক/ জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে; মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার/ বিভাগীয় কমিশনারের মনেনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেওয়া হল।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।