শুক্রবার, ০৯ মে ২০২৫

| ২৬ বৈশাখ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

মেডিকেল ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বাড়ছে ফি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৮, ২৯ নভেম্বর ২০২৩

মেডিকেল ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বাড়ছে ফি

ফাইল ছবি

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এ ছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষার ফি বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ২৬ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হয়েছিল। জাতীয় নির্বাচনের কারণে মেডিকেল ভর্তি পরীক্ষা পিছিয়ে ২ ফেব্রুয়ারি আয়োজনের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে মন্ত্রণালয় চাইলে ২৬ জানুয়ারিও পরীক্ষা হতে পারে।

এদিকে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে মেডিকেল ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকা। ২০১২ সাল থেকে ভর্তি পরীক্ষার এই ফি কার্যকর রয়েছে। তবে কাগজের মূল্য বৃদ্ধিসহ সব কিছুর দাম বেড়ে যাওয়ায় ভর্তি পরীক্ষার ফি বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল বলেন, ‘এক যুগ ধরে মেডিকেল ভর্তি পরীক্ষার ফি বাড়ানো হয়নি। এবার ফি সমন্বয় করা হবে।’ পরীক্ষার বর্ধিত ফি খুব একটা প্রভাব ফেলবে না বলেও দাবি করেন তিনি।