
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে দেশব্যাপী শিক্ষার্থীদের দাবি আদায়ের 'শাটডাউন' কর্মসূচি সাময়িকভাবে শিথিল করা হয়েছে।
আন্দোলনকারীরা ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আগামীকাল থেকে দেশের সরকারি-বেসরকারি পলিটেকনিকে শ্রেণি কার্যক্রম চলবে। তবে পরীক্ষা ও ফরম পূরণ বর্জন অব্যাহত থাকবে।
বুধবার বিকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এতে বক্তব্য দেন, কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মাশফিক ইসলাম, প্রধান কার্যনির্বাহী সদস্য জুবায়ের পাটোয়ারী ও দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ।
তারা বলেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- আইডিইবিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সরকারি বেসরকারি পলিটেকনিকের অধ্যক্ষরা এতে অংশ নেন। বৈঠকে উপস্থিত সকলে কারিগরি ছাত্র আন্দোলনের চলমান শাটডাউন কর্মসূচির বিষয়ে তাদের মতামত দেন।
বৈঠক থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে। শিক্ষকদের অনুরোধ ও কারিগরি শিক্ষার স্বার্থে কারিগরি ছাত্র আন্দোলন শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ সম্মেলন থেকে আরও জানানো হয়, শিক্ষার্থীদের স্বার্থে এবং আলোচনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আমরা ক্লাস কার্যক্রমে ফিরে যাচ্ছি। তবে আমাদের ছয় দফা দাবি বাস্তবায়নের কার্যকর অগ্রগতি না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।