বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

| ১৮ বৈশাখ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

রাবির ` বি` ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ১৭.১৮ শতাংশ

রাবি প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৫, ১২ এপ্রিল ২০২৫

রাবির  ` বি` ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ১৭.১৮ শতাংশ


'বি' ইউনিট (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণীতে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পাচঁটি আঞ্চলিক কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷

প্রথমবারের মতো এবার রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরসহ পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।  'বি' ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ৩৫ হাজার ১৪৫ জন। উপস্থিতির হার ৮২.৮২ শতাংশ। অর্থাৎ পরীক্ষায় অনুপস্থিত ছিল ৭২৮৮ জন। অনুপস্থিতির হার ছিল ১৭.১৮। 

বি ইউনিটের পরীক্ষায় মোট ৪২ হাজার ৪৩৩ জনের মধ্যে রাবি কেন্দ্রে ১৩ হাজার ৬৩১ জন; ঢাবি কেন্দ্রে ১৫ হাজার ৭৩০ জন; বেরোবি কেন্দ্রে ৫ হাজার ৫৫৩ জন; খুবি কেন্দ্রে ৪ হাজার ১০ জন ও চবি কেন্দ্রে ৩ হাজার ৫০৯ জন পরীক্ষার্থী ছিল।

সরেজমিনে দেখা যায়, পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও ছিলো বিভিন্ন সহযোগিতামূলক আয়োজন৷ সার্বক্ষণিক তদারকির জন্য প্রক্টরিয়াল বডি এবং খাবারের মান ও দাম পর্যবেক্ষণের জন্য কনজিউমার ইয়ুথ বাংলাদেশ, রাবি  শাখার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷

পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য মােটরসাইকেল সেবা চালু ছিলাে৷ প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জন্য পর্যাপ্ত জায়গা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷