কুয়াশাচ্ছন্ন শীতের সকালে রস অভিযান
কুয়াশাচ্ছন্ন শীতের রাত। পৌষের কনকনে হিমেল হাওয়ায় জুবুথুবু সবাই। রাতের অন্ধকারাচ্ছন্ন শহর, নগরের মানুষগুলো নিজেদের গুটিয়ে নিয়েছে শীতের চাদরে। তখনই মনের কোণে উঁকি দেয় মনোরম সকালের গাঁয়ের মেঠো পথে পথিকের হেঁটে চলা। ভাবতে থাকি ঝিরিঝিরি শিশিরের ছোঁয়ায় খেঁজুরের রস পান কেমন হয়! আহ! কি দারুণ বিষয়।