নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান আজিম উদ্দিন মারা গেছেন
নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজ-এর সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি আজিম উদ্দিন আহমেদ ১ আগস্ট (শুক্রবার) বিকেলে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নর্থ সাউথ ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।