বন্ধ ক্যাম্পাস, তিন সদস্যের তদন্ত কমিটি
ইউআইইউ উপাচার্য অধ্যাপক আবুল কাসেম মিয়া ও সিএসই বিভাগের প্রধান ড. মুহাম্মদ নুরুল হুদার পদত্যাগ দাবিতে গত শনিবার বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে রাতেই উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও সকল অনুষদের ডিন পদত্যাগ পত্র জমা দেন। উদ্ভুত পরিস্থিতিতে গত রবিবার অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।