তিন দাবিতে আমরণ অনশনের ডাক প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের
তাদের অন্য দুই দাবির মধ্যে রয়েছে- চাকরির শুরু থেকে ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান করতে হবে। আর প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নে এর আগে গত ৩০ আগস্ট কেন্দ্রীয় শহীদমিনারে মহাসমাবেশ করেছি আমরা। এবার দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।