বিদেশি শিক্ষার্থী বাড়াতে উচ্চশিক্ষার মানোন্নয়নের পরামর্শ
সভাপতির বক্তব্যে প্রফেসর ফায়েজ বলেন, দেশে গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করতে ইউজিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সার্কভুক্ত দেশের তুলনায় দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যাপ্ত নয়। শিক্ষা ও গবেষণায় এগিয়ে যেতে এ খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করার জন্য তিনি সরকারকে পরামর্শ দেন।