শুক্রবার, ০৯ মে ২০২৫

| ২৬ বৈশাখ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি, বিজ্ঞপ্তি শিগগিরই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ৯ ডিসেম্বর ২০২৩

এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি, বিজ্ঞপ্তি শিগগিরই

২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি। রাজধানীর মহাখালীতে বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ভর্তি কমিটির প্রথম সভায় এমন সিদ্ধান্ত হয়। সভায় অংশ নেওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলসহ (বিএমডিসি) ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকল অংশীজন অংশ নেন।

গত ২৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সাধারণত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের এক-দেড় মাসের মাথায় এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে নীতিমালাসহ বিজ্ঞপ্তি প্রকাশের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দ্রুততম সময়ে নীতিমালা সম্বলিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

গত বছর ১০ মার্চ ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়েছিল। করোনাজনিত কারণে পিছিয়ে যাওয়া শিক্ষা কার্যক্রম এগিয়ে আনার পরিকল্পনার অংশ হিসেবে এ বছরও ভর্তি পরীক্ষার তারিখ এক মাস এগিয়ে আনা হলো।

এ বছর দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আরও এক হাজার ৩০টি আসন বৃদ্ধি করেছে সরকার। এতে মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার ৩৮০টিতে। বর্ধিত আসনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিটি সরকারি মেডিকেল কলেজে আসন বেড়েছে ২০-৬০টি পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে বেশি আসন বেড়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ৬০টি।