শুক্রবার, ০৯ মে ২০২৫

| ২৬ বৈশাখ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

মহান বিজয়ের মাস শুরু

ক্যাম্পাস বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১:১৩, ১ ডিসেম্বর ২০২৩

মহান বিজয়ের মাস শুরু

ফাইল ছবি

মহান বিজয়ের মাস শুরু। লক্ষ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের এই বিজয়। বিজয়ের মাস ডিসেম্বর উদযাপিত হবে নানা আয়োজনে। দেশে-বিদেশে নানা কর্মসূচি পালিত হবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে স্বাধীনতা লাভ করে সোনার বাংলা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নিপীড়ন থেকে মুক্তি লাভ করে।

১৯৭১ এর ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্জনের দিন। এ মাসেই বাংলাদেশ অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর লাল সবুজের পতাকা। ভাষা আন্দোলনের মধ্যদিয়ে শুরু হওয়া স্বাধীকার আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জিত হয় ১৯৭১ এর ১৬ ডিসেম্বর।

এর মধ্যদিয়ে বাঙালির হাজার বছরের স্বপ্নপূরণ হয়। বেদনাবিধূর এক শোকগাঁথার মাস ডিসেম্বর। ১৯৭১ সালের ডিসেম্বরের শুরু থেকেই মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ আর ভারতীয় মিত্রবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর জল-স্থল ও আকাশপথের সাঁড়াশি আক্রমণের মুখে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের সংবাদ চারদিক থেকে আসতে থাকে।

১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বিজয়ের মাসের এই প্রারম্ভে দেশবাসী গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও রণাঙ্গনের বীর সেনানিদের।