শুক্রবার, ০৯ মে ২০২৫

| ২৬ বৈশাখ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম : উপকূলে সতর্কতা

ক্যাম্পাস বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০, ৩ ডিসেম্বর ২০২৩

ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম : উপকূলে সতর্কতা

ছবি- প্রতীকী

দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি অগ্রসর হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। যা আরো ঘনীভূত হয়ে এরইমধ্যে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এ রূপ নিয়েছে। আগামী ৫ অথবা ৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে। 

রবিবার (৩ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। উপকূলীয় এলাকায় এরই মধ্যে সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে দেশের সকল নৌ রুটে চলাচলে বিশেষ সতর্কতা জারি করেছে বিআইডব্লিউটিএ।

আবহাওয়া দপ্তর বলছে, সব ধরণের ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু কোনো ধরনের প্রভাব দেখা যায়নি তাই দেশের নদীবন্দরগুলোতে এখন পর্যন্ত কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি। প্রয়োজন অনুসারে পরবর্তী ব্যবস্থা নেবে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে সম্প্রতি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ। প্রতিষ্ঠানটির পরিচালক মো. জয়নাল আবেদীন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপ আকারে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। পরে এটি আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এ রূপ নিয়েছে।