
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২৭ নভেম্বর) থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষা চলার কথা ছিল ১১ ডিসেম্বর পর্যন্ত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সকল বিভাগীয় শহরে অনুষ্ঠেয় ৪৫তম বিসিএসের সকল লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট) অনিবার্য কারণবশত কমিশন স্থগিত করেছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
জানা গেছে, বিসিএসের এই লিখিত পরীক্ষায় বসার কথা ছিল পৌনে ১৩ হাজার চাকরিপ্রার্থীর। তবে রাজনৈতিক নানা কর্মসূচির এ সময়ে পরীক্ষা স্থগিত করার দাবি ছিল চাকরিপ্রার্থীদের।
প্রার্থীরা জানান, গত ১৯ নভেম্বর তারা নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি দিয়েছেন। একই দাবিতে পিএসসিতেও লিখিত আবেদন করেছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) তারা আবারও সিইসিকে লিখিত আবেদন দেন চাকরিপ্রার্থীরা।
যদিও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও প্রার্থীদের আসনবিন্যাস প্রকাশ করা হয়েছিল।