
ফাইল ছবি
এবার অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল চালু করল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সামাজিক যোগাযোগ মাধ্যমে নামে-বেনামে মাউশি’র লোগো ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধ করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব ব্যবহার করবে। নামে-বেনামে বিভিন্ন ফেসবুক পেইজ ও গ্রুপ বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছে। এটি রোধ করতেই এই উদ্যোগ।
এখন থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যাবতীয় সঠিক তথ্য জানতে https://www.facebook.com/dshe.moebd অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া ইউটিউবে https://www.facebook.com/dshe.moebd অনুসরণ করার জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানিয়েছে মাউশি।