শুক্রবার, ০৯ মে ২০২৫

| ২৬ বৈশাখ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

যোগ্যরাই পদে আসবে, বললেন ইবি ছাত্রলীগ সভাপতি

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৫, ৫ ডিসেম্বর ২০২৩

যোগ্যরাই পদে আসবে, বললেন ইবি ছাত্রলীগ সভাপতি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে এবং হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় হলের টিভি কক্ষে এটি অনুষ্ঠিত হয়। সভায় প্রায় দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। 
শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছাত্রলীগ কর্মী রতন কুমার রায়। পরে একে একে হলের অন্যান্য কর্মীরা বক্তব্য দেন। কর্মীরা প্রত্যেকে তাদের বক্তব্যে শাখা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠনের দাবি জানান। 
প্রধান বক্তার বক্তব্যে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আজ থেকে আড়াইমাস আগে আমরা কর্মীদের সিভি নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আর্তনাদ করেছি। আমাদের সামান্যতম কোনো আন্তরিকতার ঘাটতি নেই। আমরা আপনাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলতে চাই না। আমরা আবারো আপনাদের এই নিবেদন কেন্দ্রের কাছে জানাবো। সবচেয়ে যোগ্য কর্মীরাই পদে আসবে বলে আমি কথা দিচ্ছি৷ 
সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আমরা একজন সচেতন নাগরিক হিসেবে জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। কারণ জননেত্রীর কারণে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ পেয়েছি। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন আমরা স্মার্ট বাংলাদেশে পদার্পণ করেছি। তবে এ উন্নয়ন ও নির্বাচনকে বানচাল করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত লেগেই আছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ জামায়াত-শিবিরসহ সকল অপশক্তিকে প্রতিহত করে শেখ হাসিনার জয় নিয়ে আসবে। আমরা দেশের সকল জেলায় ছড়িয়ে পড়ে নৌকার বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরবো। 
উল্লেখ্য, ২০২২ সালে ৩১ জুলাই ফয়সাল সিদ্দিকী আরাফাতকে সভাপতি ও নাসিম আহমেদ জয়কে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যের একটি কমিটি ঘোষণা করে কেন্দ্র। কমিটির মেয়াদ শেষ হয়ে প্রায় ৪ মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এদিকে এবছরের ২ মে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কর্মীদের জীবনবিত্তান্ত (সিভি) নিয়েছে সংগঠনটি।