
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে ফিশারিজ স্পোর্টিং ক্লাব। বুধবার এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. হুমায়ুন আহমেদ হিমেল সভাপতি ও মো. মাহির শাহরিয়ার সাধারণ সম্পাদক য়েছেন।
এ ছাড়া ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. মোঃ রাশিদুল ইসলাম, কোষাধ্যক্ষ হিসেবে একোয়াকালাচার ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. নিপা গুপ্তা ও উপদেষ্টা হিসেবে মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ডিন ফিসারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ড. ইমরান পারভেজ, একোয়াকালচার ডিপার্টমেন্টের প্রফেসর ড. এএসএম কিবরিয়া, ফিসারিজ টেকনোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মো. রিয়াজুল ইসলাম, ফিসারিজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক কৃষ্ণ চন্দ্র রায়, ফিসারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ইমরান হোসেন ও ফিসারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স ডিপার্টমেন্টের লেকচারার আশরাফুল আলম দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে কাব্য জামান, দপ্তর সম্পাদক পদে হাসনাত সানি ও প্রচার সম্পাদক পদে তামজিদ আজম উৎসব মনোনীত হয়েছেন।