শুক্রবার, ০৯ মে ২০২৫

| ২৬ বৈশাখ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

তিস্তা ইউনিভার্সিটির ভিসি হলেন ড. মুহাম্মদ আবুল কাশেম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৯, ২৭ নভেম্বর ২০২৩

তিস্তা ইউনিভার্সিটির ভিসি হলেন ড. মুহাম্মদ আবুল কাশেম

ছবি- তিস্তা ইউনিভার্সিটির নিয়োগপ্রাপ্ত ভিসি ড. মুহাম্মদ আবুল কাশেম।

রংপুরের তিস্তা ইউনিভার্সিটির ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মুহাম্মদ আবুল কাশেম। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বলে এ নিয়োগ দেয়া হয়েছে। এর আগে ড. মুহাম্মদ আবুল কাশেম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. মুহাম্মদ আবুল কাশেম বেসরকারি তিস্তা ইউনিভার্সিটির ভিসি হিসেবে আগামী চার বছর দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে ড. মুহাম্মদ আবুল কাশেম বিধি অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন।