
ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২৩-২০২৪ বাস্তবায়নের অংশ হিসেবে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে সকাল সাড়ে ১০ টায় এ কর্মশালা শুরু হয়।
কর্মশালায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম উপস্থিত ছিলেন। এপিএ টিমের আহবায়ক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। রিসোর্স পার্সন ছিলেন এপিএ বাস্তবায়ন কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস।
প্রধান অতিথি ও মুখ্য আলোচকের বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, উপলব্ধি করা উচিত, আমাদের যা করা দরকার তা আমরা করছি কিনা। নিজের কাছে নিজেকে কৈফিয়ত দেওয়ার শক্তি যেদিন অর্জন করবেন তখন ভাববেন আপনি শুদ্ধ মানুষ। অন্তরাত্মাকে যেদিন কারণ দর্শাতে পারবো সেদিন শুদ্ধাচারের জায়গাটা পূর্ণতা পাবে। শুদ্ধ সমাজ বিনির্মাণের কারিগর হওয়ার আহবান জানান ভাইস চ্যান্সেলর।
এআই