
ফাইল ছবি
বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ বা সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ সংক্রান্ত সিদ্ধান্ত না হওয়ার সম্ভাবনাই বেশি। দেশের ২২টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় এবার আরও দুটি বিশ্ববিদ্যালয় যোগ হতে পারে বলে গেছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো আলোচনা হয়নি। নির্বাচনের আগে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনাও নেই। এর আগে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে একক ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছিল তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এজন্য একটি খসড়া অধ্যাদেশ তৈরি করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়েও পাঠিয়েছিল সংস্থাটি। তবে প্রস্তাবনা না পাঠিয়ে খসড়া পাঠানোয় তা অনুমোদন দেয়নি মন্ত্রণালয়।
২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সমন্বিত ভর্তি পরীক্ষার কারণে শিক্ষার্থীরা নানা ভাবে ভোগান্তির শিকার হন। এ ছাড়া গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী কেবল একবারই নিজের মেধা যাচাইয়ের সুযোগ পাচ্ছেন। এতে করে অনেকেরই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন অপূর্ণই থেকে যাচ্ছে।