
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, ১২ লক্ষ রোহিঙ্গাকে বাস্তুচ্যুত করে মায়ানমার মানবাধিকার লঙ্ঘন করেছে। রোহিঙ্গা ইস্যুর পিছনে পরাশক্তিগুলো রয়েছে। তারা এই ভার চাপিয়ে দিয়ে বাংলাদেশকে নিয়ে খেলা করছে। এজন্য বিশ্বের পরাশক্তিগুলো বেশি দায়ী। আজকের এই তারুণ্য যদি এগিয়ে আসে তাহলে পৃথিবীর সব পরাশক্তিকে আমরা রুখে দিতে পারব।
রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৩ উপলক্ষে অনুষ্ঠিত র্যালি শেষ সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীরা মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে র্যালি শুরু করে। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যাল চত্বরে র্যালিটি শেষ হয়। এসময় মুক্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান। এসময় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইবি উপাচার্য ড. আবদুস সালাম বলেন, ফিলিস্তিনের গাজায় চরম ভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মায়ানমারে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব ইস্যুর পিছনে পরাশক্তিগুলোর প্রভাব রয়েছে। তারা মায়ানমারের রোহিঙ্গা দিয়ে বাংলাদেশকে চাপে রাখতে চায়।