শুক্রবার, ০৯ মে ২০২৫

| ২৬ বৈশাখ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

বিএনপির বর্জন, ভোটে লড়বে আ’লীগ-জামায়াত

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৮, ১০ ডিসেম্বর ২০২৩

বিএনপির বর্জন, ভোটে লড়বে আ’লীগ-জামায়াত

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ আগামী ১৯ ডিসেম্বর। নির্বাচনের জন্য রবিবার ১০ ডিসেম্বর মনোনয়ন পত্র বিতরণ ‍শুরু হয়। ১২ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। একইদিন মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করবে শিক্ষক সমিতির নির্বাচন কমিশন। এ ছাড়া ১৩ ডিসেম্বর দুপুর ১টা পর্যন্ত প্রার্থীরা লিখিত আবেদনের মাধ্যমে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন।

এদিকে আসন্ন শিক্ষক সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা। বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ, সাদা দল ও ইউট্যাবের নেতারা বিষয়টি নিশ্চিত করেন। ‘দলীয় হাইকমান্ডের নির্দেশে’ তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে এ মতাদর্শের শিক্ষকরা মনোনয়ন উত্তোলন করেননি। অন্যদিকে আওয়ামীপন্থী শিক্ষকরা পূর্ণাঙ্গ দুইটি প্যানেলে ও জামায়াতপন্থী শিক্ষকরা পূর্ণাঙ্গ একটি প্যানেলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সূত্র জানিয়েছে, গতবারের নির্বাচনে একজোট হয়ে নির্বাচন করলেও এ বছর ফের দুই ভাগে বিভক্ত হয়ে ভোট করছে আওয়ামীপন্থী শিক্ষকরা। সূত্রটি বলছে, প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম থেকে একটি এবং আওয়ামীপন্থী শিক্ষকদের অন্য একটি গ্রুপ পৃথক পৃথক ভাবে প্যানেল দিতে পারে।

এদিকে জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া বলেন, কেন্দ্রীয় জিয়া পরিষদের পরামর্শের আলোকে শিক্ষক সমিতির আসন্ন নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের অবস্থান থেকে কথা বলার মতো পরিবেশ নেই। আমরা এই নির্বাচন বর্জনের মাধ্যমে নিরব প্রতিবাদ জানাবো।

বিএনপিপন্থী শিক্ষকদের সম্মিলিত সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. কে এম মতিনুর রহমানও নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

প্রধান নির্বাচন কমিশিনার বলেন, তিনটি পূর্ণাঙ্গ প্যানেল এবং এক শিক্ষক এককভাবে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। মনোনয়ন জমা দেওয়ার পর যাচাই বাছাই করে তালিকা প্রকাশ করা হবে। কারো বর্জনের সিদ্ধান্ত নির্বাচনকে প্রভাবিত করবে না।