
ফাইল ছবি
ক্রিকেট বিশ্বকাপে চরম ব্যর্থতার পর ক্রিকেটারদের সমালোচনা কম হয়নি। কেউ কেউ ট্রলের শিকারও হয়েছেন। এমনকি ক্রিকেটারদের সামর্থ্য নিয়েও উঠেছিল নানা প্রশ্ন। চরম নেতিবাচক একটি পরিবেশ মাথায় নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নামে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত’র অধিনায়কত্বে প্রথম টেস্টেই জয় পেয়েছে টাইগার বাহিনী।
বিশ্বকাপের ব্যর্থতা কিছুটা হলেও চাপা পড়েছে টেস্ট জয়ে। সেঞ্চুরি পেয়েছেন শান্ত। গড়েছেন রেকর্ড। প্রশংসাও কুড়িয়েছেন টেস্ট অধিনায়ক। কিন্তু তারপরও যেন তিনি খুশি নন। ভেতরে একটা আক্ষেপের সুর জমে আছে নাজমুলদের।
নিউজিল্যান্ডকে হারানোর পর অধিনায়ক শান্ত বলেছেন, ‘এই জয়ের পরে আমরা হাততালি পেয়েছি। তার মানে এই নয়, সবকিছু বদলে গেছে। কিছুই বদল হয়নি, তালিটা গালিতে রূপ নিতে লাগবে স্রেফ এক ম্যাচ। বাইরে কথা হতেই থাকবে। এখন অনেক ভালো কথা হবে। আবার একটা ম্যাচ খারাপ করলে অনেক খারাপ কথা হবে, সমালোচনা হবে। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। ওটা নিয়ে আমরা চিন্তাও করি না।'
শান্ত আরও বলেন, ‘যেটা আমাদের নিয়ন্ত্রণে আছে, আমরা প্রতি ম্যাচে কীভাবে পরিকল্পনা করে আসতে পারি, প্রক্রিয়াটা কী... সেটা নিয়মিত করার চেষ্টা করি।’