মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

| ৪ চৈত্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ওএসডি মাউশি ডিজি এহতেসাম, নতুন ডিজি আজাদ খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ওএসডি মাউশি ডিজি এহতেসাম, নতুন ডিজি আজাদ খান

শিক্ষক নেতাদের আন্দোলনের মুখে ১৭দিনের মাথায় ওএসডি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক এহতেসাম-উল হককে। একই সঙ্গে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

১৯ ফেব্রুয়ারি বুধবার তাদের ওএসডি ও পদায়ন করে আলাদা প্রজ্ঞান জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা যায়, অধ্যাপক এহতেসাম-উল হককে ওএসডি করে মাউশিতে সংযুক্ত করা হয়েছে। আর অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে মাউশির মহাপরিচক হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। 

এদিকে মুহাম্মদ আজাদ খানের এই চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয় বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, চলতি দায়িত্ব প্রদানের কারনে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না। এছাড়াও নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ হলে ওই কর্মকর্তা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ বাতিল করা হবে। 

এর আগে গত ২ ফেব্রুয়ারি অধ্যাপক এহতেসাম-উল হককে মাউশির পরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার। নিয়োগের পর থেকেই অধ্যাপক এহতেসামকে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ অনুচর দাবি করে তাকে প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের। বিএনপিপন্থী শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে তারা বেশ কয়েকদিন মাউশি ঘেরাও করে অধ্যাপক ড. এহতেশাম উল হককে প্রতাহারের আল্টিমের্টাম দেন।