শনিবার, ০২ আগস্ট ২০২৫

| ১৭ শ্রাবণ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

স্বৈরাচারী শাসনামলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবির : জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৪, ৩০ জুলাই ২০২৫

স্বৈরাচারী শাসনামলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবির : জামায়াত আমীর

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচারী শাসনামলে গত ১৫ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রশিবির। তাদের লেখাপড়া, মানসিক বিকাশ, জীবনযাপন কোনোটাই স্বাভাবিকভাবে করতে পারেনি। রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের শাখা দায়িত্বশীলদের নিয়ে দুই দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। 

আমাদের পথচলায় যেন আদর্শের প্রতিফলন ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে। সংগঠনের সামগ্রিক তৎপরতায় আমানতদারীতার পরিচয় দিতে হবে। এজন্য দায়িত্বশীলদের বিশ্বমানের নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে হবে : শিবির সভাপতি

ডা. শফিকুর রহমান বক্তব্যে আরও বলেন, ইসলামের ইতিহাসে আগেও অপপ্রচার ছিল, এখনও একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত। আমরা সকল অপপ্রচারের জবাব গঠনমূলক কাজের মাধ্যমে দেব, ইনশাআল্লাহ। যারা অপপ্রচার করছে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। 

তিনি বলেন, ছাত্রশিবিরকে ছাত্রসমাজ ভালোবাসে। তাদের এই ভালোবাসার যথাযথ মূল্যায়ন করতে হবে। একাডেমিক পড়াশোনায় মনোযোগী হতে হবে। সাহসী ও পরিশ্রমী হতে হবে, যেন ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়। 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আমাদের পথচলায় যেন আদর্শের প্রতিফলন ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে। সংগঠনের সামগ্রিক তৎপরতায় আমানতদারীতার পরিচয় দিতে হবে। এজন্য দায়িত্বশীলদের বিশ্বমানের নেতৃত্ব হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।