 
						
									প্রায় ছয় বছরের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের এর তফসিল ঘোষণা করেছে ডাকসু নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ডাকসুর অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা।
শিক্ষার্থীরা ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। এর জন্য নির্ধারিত আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগে থেকে প্রচারণা বন্ধ থাকবে। পরদিন ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডাকসুর কেন্দ্রীয় ও হল সংসদের ভোটগ্রহণ করা হবে।
ঘোষণা অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ জুলাই, খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ তারিখ ৬ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত,চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত , মনোনয়নপত্র বিতরণের সময় ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত,মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ সময় ১৯ আগস্ট বেলা ৩টা পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই ২০ আগস্ট, প্রার্থীদের তালিকা প্রকাশ ২১ আগস্ট দুপুর ১টায় প্রকাশ করা হবে,মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত,প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট বিকাল ৪টায়,ভোট গ্রহণের তারিখ ও সময় ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত,ভোট গণনা ও ভোটের ফলাফল প্রকাশ ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণের পরপরই।
উল্লেখ্য, শিক্ষার্থীরা ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। এর জন্য নির্ধারিত আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগে থেকে প্রচারণা বন্ধ থাকবে। পরদিন ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডাকসুর কেন্দ্রীয় ও হল সংসদের ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহনের পরপরই অপটিক্যাল কাউন্টিং সিস্টেম (ও সি এস) পদ্ধতিতে ভোট গণনা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। পরিচয়পত্র, পে-স্লিপ ছাড়া কাউকে ভোটদান করতে দেওয়া হবে না। ভোটগ্রহণের পর গণনা করে ফলাফল ফলাফল সিনেট ভবনের সভাকক্ষে প্রকাশ করা হবে।
গঠনতন্ত্র ও আচরণবিধি অনুযায়ী নির্বাচনের কার্য পরিচালিত হবে। চীফ রিটার্নিং অফিসার/রিটার্নিং অফিসার প্রয়োজনবোধে উপরের নিয়ম/সময়সূচি পরিবর্তন করতে পারবেন।
ডাকসুতে পদসংখ্যা ২৮
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনতন্ত্রের ৬ (বি) ও ৭ (এ) অনুচ্ছেদ অনুযায়ী ২৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো - সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ- সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, গবেষণা ও প্রকাশনা সম্পাদক,ক্রীড়া সম্পাদক, ছাত্র পরিবহন সম্পাদক, সমাজ সেবা সম্পাদক, ক্যারিয়ার ডেভলপমেন্ট সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক এবং ১৩ টি সদস্য পদ।
হল সংসদে পদসংখ্যা ১৩
ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ গঠনতন্ত্রের ১৭ ও ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো -সহ-সভাপতি,সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, পাঠকক্ষ সম্পাদক,অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক, সমাজ সেবা সম্পাদক এবং ৪টি সদস্য পদ।
কে কোথায় ভোট দেবেন
এ বছর হল থেকে সরিয়ে ছয়টি নিরপেক্ষ জায়গায় কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে। ফলে প্রথমবারের মতো হলের বাইরে ভোটকেন্দ্র থাকবে।
কেন্দ্রগুলো হলো— কার্জন হল কেন্দ্রে (পরীক্ষার হল) ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।
শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।
ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোট দেবেন রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা।
সিনেট ভবন কেন্দ্রে (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম) ভোট দিতে পারবেন স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা।
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন।
এর আগে, সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত সেই নির্বাচনের মাধ্যমে পুনরায় সক্রিয় হয় ডাকসু।
 
					
 
	                                     
	                                     
	                                     
	                                     
	                                     
	                                     
	                                    