
রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে তরুণ প্রজন্মকে মাদক ও সুস্থ-সবল রাখতে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) সকাল ছয়টার দিকে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রাজশাহী মহানগর শাখার আয়োজনে বিনোদপুর এলাকা থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। ম্যারাথনে অংশগ্রহণকারীরা নগরীর বিনোদপুর বাজার থেকে শুরু করে তালাইমারী মোড় হয়ে আবার বিনোদপুর হয়ে চৌদ্দপায় ফায়ার সার্ভিস মোড় হয়ে আবার বিনোদপুরে ফিরে আসেন।
ম্যারাথনে অংশ নিতে প্রতিযোগীরা ভোর সাড়ে পাঁচটার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বিনোদপুর বাজারে জমায়েত হতে থাকেন। সকাল ছয়টার পর শুরু হয় পাঁচ কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগিতা।
জুলাই শহীদদের স্মরণে এ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজকের তরুণ ও যুবসমাজ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, তাই এই তরুণ প্রজন্মই সব ক্ষমতার উৎস। এ প্রজন্ম যার, আগামী দিন তার।
- মুহাম্মদ সাঈদ নোমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), এবি পার্টি।
পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী তিন নারীসহ আরও ১০ জনকে পুরস্কৃত করা হয়।
ম্যারাথন উপলক্ষে আগে থেকেই মেডিকেল টিমসহ একটি অ্যাম্বুলেন্স ছিল। এ ছাড়া সবার জন্য টি-শার্ট, গ্লুকোজ পানিসহ বিশেষ খাবার পরিবেশন করা হয়। ম্যারাথনে অংশ নেওয়াদের বেশির ভাগই ছিল তরুণ।
অনুষ্ঠানের প্রধান অতিথি এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুহাম্মদ সাঈদ নোমান বলেন, জুলাই শহীদদের স্মরণে এ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে এবং সুস্থ-সবল রাখতে এটা একটা উদ্দেশ্য। আর আজকের তরুণ ও যুবসমাজ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, তাই এই তরুণ প্রজন্মই সব ক্ষমতার উৎস। এ প্রজন্ম যার, আগামী দিন তার বলেও জানান তিনি।