শুক্রবার, ০৯ মে ২০২৫

| ২৬ বৈশাখ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

২০২৩ প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৩, ১৩ নভেম্বর ২০২৩

২০২৩ প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন

ফাইল ফটো

২০২২-২০২৩ অর্থবছরে নির্মাণ সম্পন্নকৃত ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ১৪ নভেম্বর, মঙ্গলবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ তলা বিশিষ্ট প্রধান কার্যালয়, কক্সবাজারে ১০ তলা বিশিষ্ট লিডারশীপ ট্রেনিং সেন্টার এবং ৪টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই) এর নবনির্মিত মাল্টিপারপাস অডিটোরিয়ামও উদ্বোধন করেন তিনি।

প্রায় ১ হাজার ৯২৮ কোটি টাকা ব্যয়ে এই ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এ বিদ্যালয়গুলোতে ৬ লক্ষাধিক শিক্ষার্থী নতুন ও আকর্ষণীয় শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের সুবিধা পাবে। 
এছাড়া প্রায় ১০৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ১ লক্ষ ৭৮ হাজার বর্গফুট বিশিষ্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণ করা হয়েছে। আর কক্সবাজারস্থ লিডারশীপ ট্রেনিং সেন্টার ভবন নির্মাণ করা হয়েছে প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে।