
দেশের অন্যতম প্রথিতযশা শিক্ষাপ্রতিষ্ঠান ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এ বছরের এইচএসসি পরীক্ষায় চমকপ্রদ ফলাফল করেছে। এবার কলেজের ৯৯ দশমিক ৮২ শিক্ষার্থী এইচএসসিতে উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৮৯৯ জন। কলেজের এই অভাবনীয় সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
রবিবার ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাক্সক্ষীদের উদ্দেশ্যে প্রতিষ্ঠান প্রধান প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, আজ আমরা খুবই আবেগাপ্লুত। আমাদের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করতে পেরেছে। নিত্যনতুন পরিকল্পনা ও সামগ্রিক সমন্বয়ের মধ্যদিয়ে প্রতিষ্ঠানে পাঠ পরিকল্পনা সম্পাদিত হয়, তাই সবপর্যায়ে শিক্ষার্থীরা বারবার সাফল্য অর্জন করে, উজ্জ্বল করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি।’
কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান সামসুুদ্দিন ভূঁইয়া সেন্টু উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।
জানা গেছে, ২০২৩ সালে এইচএসসি সামসুল হক খান কলেজের ১০৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১০৯৬ জন উত্তীর্ণ হয়েছেন। এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে ৬৯৬, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৩৫ ও মানবিক বিভাগ থেকে ৬৮ জন জিপিএ-৫ পেয়েছেন। প্রাপ্ত ফলে শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা অনেক খুশি।