
কামিল মাস্টার্স (এক বছর মেয়াদী) পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশিত হয়েছে ২০ জানুয়ারি, সোমবার । পরীক্ষায় পাশের হার ৯৩ দশমিক শূন্য ৫ শতাংশ। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম এই ফল প্রকাশ করেন।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ. এস. এম. মামুনুর রহমান খলিলীসহ অন্যরা।
পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iau.edu.bd) পাওয়া যাবে।