অফিস ছাড়ছেন কর্মকর্তা-কর্মচারিরা; মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় তোলা ছবি।
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পরদিন অফিস-আদালত খুললেও ভয়-আতঙ্ক কাটেনি। ৬ আগস্ট, মঙ্গলবার সকালে অফিস শুরু হলেও অনেক কর্মকর্তা-কর্মচারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরে আসেননি। আর যারা এসেছেন তারা বেলা সাড়ে ১২ টার মধ্যে ভয়ে আতঙ্কে দপ্তর ত্যাগ করেছেন। সরেজমিনে এমন চিত্রই দেখা গেছে। মঙ্গলবার দপ্তরে আসেননি মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদও।
চাকরির মেয়াদ শেষ হওয়া এই শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে গত ১ এপ্রিল গ্রেড-১ এ পদোন্নতি দিয়ে চুক্তিভিত্তিক মাউশির মহাপরিচালক পদে পদায়ন করেছিল সরকার।
অফিস ত্যাগ করার কারণ জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক পরিচালক জানান, আওয়ামী লীগ সরকারের চার মেয়াদে অনেকেই এই দপ্তরে বসে সুযোগ-সুবিধা নিয়েছেন। আর অনেক সৎ, দক্ষ কর্মকর্তাদেরও আওয়ামী লীগ বিরোধী তকমা দিয়ে মাউশি থেকে বদলী করা হয়েছে। তাই তারা এখন আতঙ্কে রয়েছেন।
এদিকে জানা গেছে, দেশের স্কুল-কলেজগুলো খোলা থাকলেও মঙ্গলবার বেশিরভাগ স্কুল-কলেজেই কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি।