
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ডিজিটাল বিশ্বে টিকে থাকতে হলে প্রত্যেকের স্কিল ডেভেলপমেন্টে অংশ নিতে হবে।
রবিবার (২৯ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে Computer Science and Engineering (CSE) বিভাগের তত্ত্বাবধানে এবং EDGE প্রকল্পের অধীনে ৬০ ঘণ্টা ব্যাপী Digital Skills for Students Training Program এর আওতায় ইন্টারমিডিয়েট লেভেল ও ফাউন্ডেশন লেভেল নামে ২ ধরনের প্রোগ্রামে ৪০ টি ব্যাচে মোট ৯৭৮ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
তিনি আরোও বলেন, "কোন তথ্য জানার প্রয়োজন হলে আমরা এখন অনলাইনে তা অনুসন্ধান করি। ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন অনলাইন ভিত্তিক হওয়া শুরু করেছে। কোনো পন্য ক্রয় করার পর আমরা এখন অনলাইনে মূল্য পরিশোধ করছি। তাই আগামী দিনে ডিজিটাল স্কিল অর্জন ছাড়া চলা প্রায় অসম্ভব হয়ে পড়বে।"
এ সময় ডিজিটাল স্কিল ফর স্টুডেন্ট ট্রেইনিং প্রোগ্রাম এর সভাপতি ও সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল হকের সভাপতিত্বে এবং সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. ফারুকুজ্জান খানের সমন্বয়ে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.জাহাঙ্গীর আলম এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মানজুরুল ইসলাম।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট, আফসার উদ্দিন মহিলা মাদ্রাসা এই তিনটি কেন্দ্রে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সী স্নাতক দ্বিতীয় বর্ষ থেকে স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে এ প্রোগ্রাম আয়োজিত হয়। প্রোগ্রাম শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট, ব্যাগ, প্যাড খাতা, কলম ও খাবার প্রদান করা হয়।