
নেদারল্যান্ডের হেগ শহরে আয়োজিত আইসিসি মুট কোর্ট কম্পিটিশন (ICCMCC)-এ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগ আইবিএ স্পিরিট অফ দ্য কম্পিটিশন পুরস্কার অর্জন করেছে।
গেল ১১ জুন থেকে ১৮ জুন ২০২৫ইং অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত “মিট দ্য প্রেস” অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চার সদস্য বিশিষ্ট মুট কোর্ট টিমে ছিলেন সৈয়দ মাহিন, মাহবুবুর রহমান সোহাগ, সোনালী রাজবংশী এবং দীপাণ্বিতা চাকমা। তাঁদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক সাল সাবিল চৌধুরী এবং সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রাফি ইবনে মাসুদ।
এই প্রতিযোগিতায়, বিশ্বের ৪৫ টি দেশ থেকে আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আইন শিক্ষার্থীদের ৮৮ টি দল আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) সদর দপ্তরে উক্ত আদালতের আদলে গঠিত কোর্ট রুমে তর্ক-বিতর্কে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ফৌজদারি আইন, মানবাধিকার ও বিচার প্রক্রিয়ার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।
আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন (IBA) এ বছর উক্ত প্রতিযোগিতায় প্রথমবারের মতো এই পুরস্কার (Award) প্রবর্তন করেছে।
মিট দ্য প্রেসে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো: দিদারুল ইসলাম ভূঁইয়া বলেন, আমাদের শিক্ষার্থীদের এই অর্জন শুধু তাঁদের ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের আইন শিক্ষার একটি ঐতিহাসিক সাফল্য। এটি ভবিষ্যৎ আইন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে, সঠিক দিকনির্দেশনা ও সহায়তা পেলে তারা বিশ্ব পরিমণ্ডলে নেতৃত্ব দিতে সক্ষম।
এসময় শিক্ষার্থীরা তাদের নানান অভিজ্ঞতার কথা তুলে ধরেন। কঠিন প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার মধ্যেও নিরন্তরভাবে প্রতিযোগিতায় টিকে থেকে দৃঢ়তা, অধ্যবসায় এবং প্রতিশ্রুতি প্রদর্শন করতে সক্ষম হয়েছে দলটি এমনটাই জানান সাল সাবিল চৌধুরী।