শুক্রবার, ২০ জুন ২০২৫

| ৭ আষাঢ় ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

তিন দফা দাবিতে ‘লংমার্চ টু যমুনা’ করবে জবি শিক্ষার্থীরা

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮, ১৩ মে ২০২৫

তিন দফা দাবিতে ‘লংমার্চ টু যমুনা’ করবে জবি শিক্ষার্থীরা

তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে 'লংমার্চ টু যমুনা' ঘোষণা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। ‎ ‎মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় 'জবি ঐক্য' নামে এক নতুন প্ল্যাটফর্ম থেকে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে থেকে জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কেএম রাকিব। ‎

‎লংমার্চ প্রসঙ্গে রাকিব বলেন, কালকেই আমরা 'লংমার্চ ট যমুনা' কর্মসূচি পালন করবো। যদি প্রয়োজন হয় আমরা যমুনার সামনে থেকেই অবরোধ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করবো। কর্মসূচি চলাকালীন সময়ে সকল মিড ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা বন্ধ থাকবে৷ ‎ ‎

তিনি আরও বলেন, সব শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে এসে লংমার্চে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয় এজন্য ক্লাস চলবে। তবে আমরা ঠিক দুপুর ১১ টায় সব ক্লাসগুলো বন্ধ করে লংমার্চ নিয়ে রওনা দেব। ‎ ‎

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো— ‎ ‎১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে। ‎ ‎২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে। ‎ ‎৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। ‎

‎এর আগে, সোমবার শিক্ষার্থীদের দাবি আদায়ে ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ‎ ‎মঙ্গলবার দুপুরে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।

বৈঠকে জবির বাজেট বৃদ্ধি ও আবাসন সংকট নিরসনের বিষয়ে যথাযথভাবে উপস্থাপন করলেও ইউজিসি বরাবরের মতোই দায়সারা আশ্বাস দিয়ে তাদের ফিরিয়ে দেওয়ার অভিযোগে 'লংমার্চ টু যমুনা' কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।