শুক্রবার, ২৩ মে ২০২৫

| ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ঈদযাত্রা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬, ২১ মে ২০২৫

ঈদযাত্রা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহায় বাড়িফেরা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ২১ মে বিক্রি করা হয় প্রথমদিনের (৩১ মে) ট্রেনের টিকিট। এইদিনের টিকেটের খুব বেশি যাত্রী চাহিদা না থাকায় আগ্রহীরা অনেকটা স্বাচ্ছন্দেই টিকেট সংগ্রহ করেছেন। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি চলছে।

সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়।

এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর জন্য আসন নির্ধারিত রয়েছে ৩৩ হাজার ৩১৫টি। 

তথ্যমতে, ঈদের আগে ১ জুনের টিকিট বিক্রি হবে আজ ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।