রোববার, ১১ মে ২০২৫

| ২৭ বৈশাখ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

১৭ মে থেকে কঠোর কর্মসূচির হুশিয়ারি এমপিওভুক্ত শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২০, ১০ মে ২০২৫

১৭ মে থেকে কঠোর কর্মসূচির হুশিয়ারি এমপিওভুক্ত শিক্ষকদের

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ আসন্ন ঈদ-উল আযহা’র পূর্বেই শতভাগ উৎসবভাতা, পূর্ণাঙ্গ বাড়ীভাড়া ও চিকিৎসাভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করেছেন শিক্ষকরা। শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদের সভাপতিত্বে ও ঐক্য পরিষদের সদস্য সচিব মোঃ শামীম আল মামুন জুয়েল এতে সঞ্চালনা করেন। 

মহাসমাবেশে বক্তারা বলেন, আগামী ১৭ মের পূর্বে দাবি পূরণে সুনিদিষ্ট প্রজ্ঞাপন জারী করা না হলে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ঐ দিন থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিসহ কঠোরতর কর্মসূচি পালন করা হবে।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। আর শিক্ষক হচ্ছেন শিক্ষার মেরুদন্ড। দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভূক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী দ্বারা। পরিতাপের বিষয় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ মাত্র ১,০০০/- টাকা বাড়ি ভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা এবং ৫০০ টাকা চিকিৎসাভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য।

শিক্ষক-কর্মচারী নেতৃবৃন্দ আরো বলেন, শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের জন্য শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।  

শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সরকারের কাছে ১১ দফা দাবি জানান।

এর মধ্যে রয়েছে- শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ শিক্ষা খাতে জিডিপি’র ৬ শতাংশ বরাদ্দ করা; ঈদের পূর্বেই সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিসাভাতা প্রদান করা;  সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের ‘প্রধান শিক্ষক’ এর বেতন স্কেল ৬ষ্ঠ গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকদের ৭ম গ্রেডসহ টাইম স্কেল প্রদান করা; এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সার্বজনীন বদলী প্রথা চালু করা ইত্যাদি রয়েছে।