শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

| ১৪ অগ্রাহায়ণ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

অক্টোবরকে কর্মী গঠনের মাস পালন করবে ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪১, ২ অক্টোবর ২০২৫

অক্টোবরকে কর্মী গঠনের মাস পালন করবে ছাত্রশিবির

অক্টোবর মাসকে কর্মী গঠনের মাস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মাসিক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

বৈঠকে সেপ্টেম্বর মাসের রিপোর্ট পর্যালোচনা ও অক্টোবর মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া নিয়মিত প্রশিক্ষণমূলক কর্মসূচির পাশাপাশি ৬ অক্টোবর শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘নিপীড়ন বিরোধী দিবস’ এবং ২৮ অক্টোবর ‘পল্টন ট্রাজেডি দিবস’ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, একটি সমৃদ্ধ দেশ গঠন করতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে সৎ, দক্ষ দেশপ্রেমিক করে গড়ে তুলতে হবে। জ্ঞানের আলোয় আলোকিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। সাম্রাজ্যবাদ ও দেশের শত্রুদের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা আমাদের ক্যাম্পাসে অভূতপূর্ব বিজয় দান করেছেন। এ বিজয়ে উল্লসিত হয়ে অহংকার করা যাবে না, বরং আমাদের উচিত বেশি বেশি হামদ, তাসবিহ ও ইস্তেগফার পড়া। আমাদের সবাইকে ব্যক্তিগত আমল ও অধ্যয়নে আরও মনোযোগী হতে হবে, যাতে মহান আল্লাহ আমাদের এবং ভবিষ্যৎ প্রজন্মের পথচলাকে সহজ ও সুগম করে দেন। কুরআনের গভীর জ্ঞান অর্জনের জন্য নিয়মিত কুরআন অধ্যয়নকে অভ্যাসে পরিণত করতে হবে।