সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

| ২৮ আশ্বিন ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ক্ষমতা হারাচ্ছে পরিচালনা পর্ষদ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৫

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ক্ষমতা হারাচ্ছে পরিচালনা পর্ষদ 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদের নিয়োগের ক্ষমতা হারাচ্ছে পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি। এসব পদে নিয়োগের সুপারিশ করবে সরকার। নিয়োগে সুপারিশের প্রক্রিয়া নির্ধারণ করতে কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। শীর্ষ এই পদগুলোতে কেন্দ্রীয়ভাবে নিয়োগের সুপারিশ করা হলে নানা অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ বন্ধ হবে বলেও জানান তিনি।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন পদ্ধতিতে, এনটিআরসিএ পরীক্ষায় একজন প্রার্থীকে প্রিলিমিনারী পরীক্ষায় ৮০ নম্বর পেতে হবে। তবেই তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। ২০০ নম্বরের মধ্যে এই পরীক্ষা নেয়া হবে।

কর্মশালায় জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন পদ্ধতিতে, এনটিআরসিএ পরীক্ষায় একজন প্রার্থীকে প্রিলিমিনারী পরীক্ষায় ৮০ নম্বর পেতে হবে। তবেই তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। ২০০ নম্বরের মধ্যে এই পরীক্ষা নেয়া হবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি পর্যায়ের শিক্ষক পদে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করার দায়িত্ব এনটিআরসিএর হাতে থাকলেও প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং কর্মচারী পদে নিয়োগের ক্ষমতা ছিল পরিচালনা পর্ষদের হাতে। সম্প্রতি এক পরিপত্রে বেসরকারি স্কুল ও কলেজের কর্মচারী পদে নিয়োগ সুপারিশ কমিটির সভাপতি পদ থেকে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সরিয়ে ডিসিদের এ দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এবার প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদেও নিয়োগের ক্ষমতাও হারাতে বসেছে পরিচালনা পর্ষদ। 

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, শিক্ষা মন্ত্রণালয় একটা কমিটি করে দিয়েছে। কমিটি এটা নির্ধারণ করবে, এ পদগুলোতে কোন আদলে নিয়োগ দেবে, কারা করবে। এ ব্যাপারে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। আপাতত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।

কর্মশালায় এনটিআরসিএ সদস্য এরাদুল হক, মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ, সচিব এ এম এম রিজওয়ানুল হক উপস্থিত ছিলেন।