
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. মনির হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শুক্রবার সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুসহ নেতাকর্মীরা নিহত মনির হোসেনের বাড়িতে যান। এসময় তারা পরিবারের খোঁজখবর নেন। রাজধানীর ভাটারা থানা এলাকার বাঁশতলা এলাকায় গত ১৯ জুলাই আন্দোলনে অংশ নিয়ে নিহত হন মনির।
রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু জানান, আন্দোলনে অংশ নিয়ে ছাত্রদলের অনেকে নিহত হয়েছেন। নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল।