ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম বলেছেন, দেশের সর্বত্র বাজেট ব্যবস্থাপনায় অস্বচ্ছতা রয়েছে। দুর্নীতি, লুটপাটের প্রবণতা রয়েছে, রয়েছে দেশপ্রেমের অভাব। নেপাল, শ্রীলঙ্কাতেও এমন দেশপ্রেমের অভাব দেখিনি আমি। ৯ মে, বৃহস্পতিবার বিকালে রাজধানীর একটি হোটেলে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘বিদ্যালয় বহির্ভূত শিশু-কিশোরদের শিক্ষার চ্যালেঞ্জ: সমাধান কোন পথে’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সৈয়দ মনজুরুল ইসলাম আরও বলেন, কোনো দেশে কেউ ভাবে না যে কানাডায় শেষ জীবনে বাড়ি করে শেষ জীবন অতিবাহিত করব। একমাত্র আমাদের দেশের ক্ষেত্রে এটি হয়। এসব সমস্যার সমাধান নির্ভর করে সরকারের সদিচ্ছার ওপর। শিক্ষার জন্য অনেক প্রকল্প নেওয়া হয়। কারন প্রকল্পের পেছনে অনেক সুযোগ সুবিধা থাকে। প্রকল্পের দামি দামি গাড়ি, বিদেশভ্রমণের টাকা বাঁচিয়ে যদি শিক্ষার জন্য কাজে লাগানো যেত তবে এসব সমস্যা থাকত না।
এজেড