মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

| ৪ চৈত্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ঢাবির রোকেয়া হলকে ছাত্ররাজনীতি মুক্ত ঘোষণা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪১, ১৭ জুলাই ২০২৪

ঢাবির রোকেয়া হলকে ছাত্ররাজনীতি মুক্ত ঘোষণা!

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে আজ থেকে কোনো রাজনীতি থাকবে না মর্মে বিবৃতিতে স্বাক্ষর করেছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. নীলুফার পারভীন। 

মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে চাপের মুখে ছাত্রীদের লিখিত পেপারে স্বাক্ষর করেন হল প্রভোস্ট।

স্বাক্ষরপত্রে বলা হয়, আমরা রোকেয়া হলের মেয়েরা এই মর্মে লিখিত নিচ্ছি যে আজ ১৭-০৩-২০২৪ তারিখ থেকে রোকেয়া হলের অভ্যন্তরে কোন ধরনের ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, জামাত-শিবির ইত্যাদি) নিষিদ্ধ করা হলো।

এতে আরও বলা হয়, কোনো ধরনের পলিটিকাল রুম বা গণরুম থাকবে না। পলিটিকাল প্রোগ্রাম হলে হবে না। কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলের সাথে থাকবে না। আমরা হলের মেয়েরা যদি এইসব দলের দ্বারা কোনভাবে ক্ষতিগ্রস্থ হই তাহলে এই দায় প্রশাসন ও হল প্রভেস্টকে নিতে হবে। আজ থেকে রোকেয়া হলে ছাত্ররাজনীতি মুক্ত ঘোষণা করা হলো।