
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলনের মাঝেই ১৪ জুলাই, রবিবার এ সংক্রান্ত নতুন আদেশ জারি করেছে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ। এর মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জাতীয় পেনশনের বাধ্যতামূলক অংশগ্রহণ এক বছর পিছিয়ে ১ জুলাই ২০২৫ নির্ধারণ করা হয়েছে।
এতে বলা হয়, সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সকল স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও তার অঙ্গসংগঠনের প্রতিষ্ঠানসমূহের কর্মচারীগণও সরকারি কর্মচারীদের ন্যায় যারা নতুন কর্মচারী হিসেবে ১ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ বা তৎপরবর্তী সময়ে চাকরিতে যোগদান করবেন তারা বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন।
এর আগে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে ১৩ জুলাই আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের সাংবাংদিকদের বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় আগামী বছর থেকে চালু হবে। সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি নিয়ে ভুল-বোঝাবুঝি ছিল সেটার অবসান হয়েছে।