
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদের নব গঠিত আহ্বায়ক কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। ৪ জুলাই, বৃহস্পতিবার দুপুর ১টায় ইবি বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন এবং সদস্য সচিব অধ্যাপক ড. মাহবুবর রহমানের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কমিটির নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণের পর নেতৃবৃন্দ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। এসময় বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন নেতৃবৃন্দ।
পরে বিকাল ৪টায় ঢাকার আদাবরে সেতু ইন গেস্ট হাইজের কনফারেন্স রুমে কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইবি বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব অধ্যাপক ড. মাহবুবর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় ইবি বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক ড. কাজী আক্তার হোসেন, অধ্যাপক ড. মিঞা মো. রাশিদুজ্জামান, অধ্যাপক ড. রবিউল হোসেন অনু, প্রমুখ।
এসময় বক্তারা সংগঠনের গতিশীলতা বাড়াতে বিভিন্ন বিষয়ে কথা বলেন।