মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

| ৪ চৈত্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

র‌্যাংকিংয়ের জন্য শিক্ষা-গবেষণায় জোর দিতে বললেন ইউজিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৫, ১৭ ডিসেম্বর ২০২৪

র‌্যাংকিংয়ের জন্য শিক্ষা-গবেষণায় জোর দিতে বললেন ইউজিসি চেয়ারম্যান

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক র‌্যাংকিং-এ সম্মানজনক স্থান পেতে গুণগত শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। 

এছাড়া, তিনি সমাজের চাহিদা নিরুপণের করে গবেষণার মাধ্যমে যথাযথ সমাধান বের করতে গবেষকদের আহবান জানান। 

‘দেশের সব বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) প্রতিষ্ঠা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগ গতকাল এই কর্মশালা আয়োজন করে। 

উদ্ধোধন অন্ষ্ঠুানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ফায়েজ বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশে এখন ১৭৫টি বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। শিক্ষার বিস্তারের দিকে থেকে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয় হলেও মান নিয়ে সব সময় আমাদেরকে (ইউজিসি) প্রশ্নের মুখে পড়তে হয়। আন্তর্জাতিক র‌্যাংকিং-এ এসব বিশ্ববিদ্যালয়ের অবস্থানও খুব ভালো নয়। মানসম্মত শিক্ষা ও প্রয়োগিক গবেষণা নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো স্থান অর্জন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।