মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

| ৪ চৈত্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

গুচ্ছ বহাল দাবি: ইউজিসির আলোচনার আহবান প্রত্যাখান শিক্ষার্থীদের

ক্যাম্পাসবাংলা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৬, ২৬ জানুয়ারি ২০২৫

গুচ্ছ বহাল দাবি: ইউজিসির আলোচনার আহবান প্রত্যাখান শিক্ষার্থীদের

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পরে ইউজিসির সামনে এলে তাদেরকে আলোচনায় বসার আহবান জানায় কর্তৃপক্ষ। তবে তারা তাতে রাজি না হয়ে দাবি মানার আহবান জানিয়েছেন।

উচ্চ মাধ্যমিক পাস বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এ আন্দোলন করছেন। দাবি আদায়ে তারা ইউজিসির সামনে অবস্থান নিয়েছেন। এর আগে রবিবার (২৬ জানুয়ারি) সাকলে শিক্ষার্থীরা প্রথমে আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইউজিসি ভবনের সামনে আসেন।

এ সময় ইউজিসির একজন প্রতিনিধি শিক্ষার্থী প্রতিনিধিদের কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসার আহবান জানান। তবে তারা তা প্রত্যাখান করে দাবি মেনে নিতে বলেছেন।


রহমত উল্লাহ নামের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী বলেন, ‘একাধিক বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে হলে শিক্ষার্থীদের আর্থিক সংকুলান সম্ভব নয়। আমরা চাই, গুচ্ছ পরীক্ষায় সব বিশ্ববিদ্যালয় অংশ নিক। ইউজিসির কাছে আমাদের দাবি, তারা যেন বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে গুচ্ছ আয়োজন ঠিক রাখে।’