শুক্রবার, ১৭ মে ২০২৪

| ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

সকল মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণের নির্দেশ অধিদপ্তরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৪, ২৯ এপ্রিল ২০২৪

সকল মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণের নির্দেশ অধিদপ্তরের

দেশের সকল মাদ্রাসার ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের প্রশাসন শাখার উপ-পরিচালক মো. জাকির হোসাইন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে সারাদেশের সুপার, ইবতেদায়ী প্রধান ও অধ্যক্ষদের এই নির্দেশনা জানানো হয়েছে।

এতে বলা হয়, তীব্র তাপদাহের সংকট মোকাবেলায় অন্যতম নিয়ামক বৃক্ষরোপণ। তাপদাহ প্রশমন ও মাদ্রাসা ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে মাদ্রাসা সংশ্লিষ্ট গর্ভনিংবডি/ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে দেশের সকল মাদ্রাসাসমূহে বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণপূর্বক তা বাস্তবায়ন করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এছাড়া শ্রেণিকক্ষে সকল শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ করা হয়।