
শিক্ষায় বৈষম্য দূরীকরণ ও ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষকরা। একই সাথে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও বেতন বৈষম্য দূরীকরণের দাবিও জানান তারা। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা এসব দাবি জানান। প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আহমাদ আলী।
রেজাউল হকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিক্ষকদের সংগঠন ‘ইসলামী শিক্ষা উন্নয়নের’ সভাপতি অধ্যক্ষ ড. একেএম মাহবুবর রহমান। বক্তব্য রাখেন- ড. আব্দুল লতিফ মাসুম, ড. মোহা. নজরুল ইসলাম আল মারুফ, ড. মো. শহিদুল হক, মো. আবদুর রহমান, ড. এম আবদুল আজিজ, ড. মো. মোরশেদ আলম সালেহি, ড. ইকবাল হোসেন ভুঁইয়া, ড. মো. ইদ্রিস আলী, ড. এমরানুল হক, ড. ইব্রাহিম খলিল আনোয়ারী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু বলেছেন, আমি আগে মুসলমান পরে বাঙ্গালী। বঙ্গবন্ধুর ওই বক্তব্যই মুসলমানের বুনিয়াদী মন্তব্য। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘মুসলমান একবার মরে, দুইবার মরে না’। বঙ্গবন্ধু সেই দেশে শিক্ষায় বৈষম্য থাকতে পারেনা।
বক্তরা আরও বলেন, ‘দেশে প্রথম ৫০০ টাকা বেতনে প্রাথমিক শিক্ষা ও ইবতদোয়ি শিক্ষা শুরু হয়। এরপর হাজার হাজার প্রাথমকি বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। কিন্তু একটি ইবতদোয়ি মাদ্রাসা আজও জাতীয়করণ করা হয়নি। এটা কি বৈষম্য নয়? এই বৈষম্য দূর করতে হবে।