মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

| ৪ চৈত্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ভাষা শহীদদের স্মরণে দেশের প্রথম শহীদ মিনারে আরসিআরইউ’র শ্রদ্ধা

রাজশাহী কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৬, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ভাষা শহীদদের স্মরণে দেশের প্রথম শহীদ মিনারে আরসিআরইউ’র শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) সদস্যবৃন্দ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় আরসিআরইউ’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম এর নেতৃত্বে রাজশাহী কলেজের মুসলিম হোস্টেলের এফ ব্লকের সামনে অবস্থিত দেশের প্রথম শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইউনিটির সদস্যরা ।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড.মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোঃ সেরাজ উদ্দীন, সংগঠনের উপদেষ্টা ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড.মো: সৈয়দ আলী আহসান, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজমত আলী রকি ও বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুজন হোসেন, প্রশিক্ষণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল সাকিব হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম , নির্বাহী সদস্য- ফারহানা ইয়াসমিন ছন্দা ও ফারজানা ইসলাম মিতুসহ সহযোগী সদস্যবৃন্দ।