শুক্রবার, ১৭ মে ২০২৪

| ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ফের মাউশির ডিজি অধ্যাপক নেহাল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৯, ২৫ এপ্রিল ২০২৪

ফের মাউশির ডিজি অধ্যাপক নেহাল আহমেদ

ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হিসেবে এক বছরের মেয়াদে ফের নিয়োগ পেয়েছেন অধ্যাপক নেহাল আহমেদ। ২৫ এপ্রিল, বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, অবসর-উত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পাদন পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। 

এর আগে ২০২২ সালের ৩১ জানুয়ারি অধ্যাপক নেহাল আহমেদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। গত ১ এপ্রিল তাকে গ্রেড-১ এ পদোন্নতি দেওয়া হয়। গত ১৩ এপ্রিল তার চাকরির মেয়াদ শেষ হয়।

অধ্যাপক নেহাল আহমেদ এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ঢাকা কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।
 

এজেড