চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে ১ ঘণ্টা ১৫ মিনিটব্যাপী এ পরীক্ষা চলবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র, এইচএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র/রেজিস্ট্রেশন কার্ড নিয়ে সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
এ বছর লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে শিক্ষার্থীদের। পরীক্ষার পাশ মার্ক নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর। গত বছরের তুলনায় এবার ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে।
তথ্যমতে- বর্তমানে সরকারী মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা রয়েছে ৫ হাজার ৬৪৫ টি। এরমধ্যে এমবিবিএসে ৫ হাজার ১০০ এবং বিডিএসে ৫৪৫টি। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা রয়েছে ৭ হাজার৪০৬। এর মধ্যে এমবিবিএসে ৬ হাজার ১টি এবং বিডিএসে রয়েছে ১ হাজার ৪০৫। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন রয়েছে ১৩ হাজার ৫১টি।
চলতি বছরে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। এদের মধ্যে ৪৯ হাজার ২৮ জন ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে।
এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
